ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় ট্রেন-অটোরিক্সা সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৪, ৬ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৩:০৬, ৬ ডিসেম্বর ২০২২

কুমিল্লার মনোহরগঞ্জের এক ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও ২ জন। হতাহতরা সবাই অটোরিক্সার যাত্রী।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী রেললাইনে খিলার তুঘুরিয়া এলাকার লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

ট্রেনের ধাক্কায় অটোরিক্সাটি ভেঙ্গেচুড়ে পাশের গর্তে পড়ে যায়।

সকাল ১০টার দিকে নোয়াখালী থেকে লাকসামগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেললাইনের উপর আটকে থাকা অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির তিন যাত্রী নিহত হন। আহত হয় আরও ২ জন। 

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তুঘুরিয়া এলাকায় লেভেলক্রসিংটি অরক্ষিত ছিল বলে জানিয়েছে পুলিশ।

লাকসাম রেলওয়ে থানার এএসআই আব্দুল আলীমের বরাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন জানান, ট্রেন ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি