ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভেঙ্গে ফেলা হচ্ছে তিনশ’ বছরের পুরনো জমিদার বাড়ি

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১২, ৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বাজার সংলগ্ন ঝোপঝাড় আর লতাপাতায় ঘিরে আছে জানকী বল্ভ রায় চৌধুরী কলসকাঠী জমিদার বাড়িটি। প্রায় তিনশ’ বছর পার হলেও লাগেনি সংস্কারের ছোঁয়া। তবে এই বাড়িটি ভেঙ্গে ফেলতে শ্রমিক লাগিয়েছেন ওয়ারিশ সূত্রে মালিকরা।

ইট, সুরকি আর পোড়া মাটির কারুকার্যে ঘেরা প্রায় দুই বিঘা জমি জুড়ে এই জমিদার বাড়ি। 

সুনসান নীরবতায় বাড়িটিকে মনে হবে ভুতুড়ে বাড়ি। অযত্ন আর অবহেলায় আজ ভুতুড়ে রূপ নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িটি এখন ভেঙ্গে ফেলা হচ্ছে। বাড়িটি ভেঙ্গে ফেলার কার্যক্রমে অংশ নিয়েছে ৮ শ্রমিক। 

সর্বশেষ জমিদার রাজেশ্বর রায় চৌধুরী মারা গেলে ওয়ারিশ হিসেবে তার বোন মিনা দেবী চৌধুরী মালিক হন। তিনি মারা যাওয়ার পরে তার পুত্র বাবু চৌধুরী ওয়ারিশ সূত্রে মালিক। তিনি মারা গেলে তার স্ত্রী ববিতা মুখার্জি ও তার তিন পুত্র প্রীতম মুখার্জী, অপু মুখার্জি, তপু মুখার্জী  মালিকানা দাবি করেন। 

প্রীতম মুখার্জী, অপু মুখার্জি, তপু মুখার্জী একটি লিখিত চুক্তিপত্রের মাধ্যমে জমিদার বাড়িটি ভেঙ্গে ফেলার জন্য ঠিকাদার মোবারক হোসেনকে দায়িত্ব দেন।

পুরোন জমিদার বাড়িটি যাতে ভেঙ্গে ফেলা না হয় এবং এটি সংস্কার ও সংরক্ষণ করে পর্যাটক কেন্দ্র করা হয় সেজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন কলসকাঠী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বাদশা মিয়া।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি