ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সীমান্ত বৈঠকে যোগ দিতে ভারত গেল বিজিবি প্রতিনিধি দল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

তিনদিনের সীমান্ত বৈঠকে যোগ দিতে ভারতে গেল বিজিবির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা ভারতে যান।  

বুধবার সকালে দুই দেশের সীমান্তের শূন্য রেখায় বিজিবির প্রতিনিধি দলকে স্বাগত জানায় ভারতের ত্রিপুরা রাজ্যের গকুলনগর বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সেক্টর কমান্ডার রাজেশ কুমার। 

বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার তানভীর গনি চৌধুরী। এছাড়াও প্রতিনিধি দলে ময়মনসিংহ, সিলেট, খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের রিজিয়ন ও সেক্টর কমান্ডারগণ রয়েছেন। 

প্রতিনিধি দলের প্রধান তানভীর গনি চৌধুরী জানান, বিএসএফের সঙ্গে রিজিয়ন কমান্ডার পর্যায়ের এ বৈঠকে দুই দেশের সীমান্তের নানা ইস্যু নিয়ে আলোচনা হবে। দ্বিপাক্ষিক এই আলোচনা থেকে কিছু সমঝোতা বের করে আনার চেষ্টা করা হবে। 

এই আলোচনা ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

এ বৈঠক শেষে আগামী ৯ ডিসেম্বর একই চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসবে প্রতিনিধি দলটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি