ধর্ষণের শিকার ৯ বছরের শিশু, যুবক পলাতক
প্রকাশিত : ১৬:০৯, ৭ ডিসেম্বর ২০২২
নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাব্বির গাজী (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।
বুধবার ( ৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত মোঃ আসাদুর রহমান। এর আগে মঙ্গলবার এ বিষয়ে মামলা করা হয় থানায়।
এর আগে শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাব্বির গাজী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখলী গ্রামের দুলাল গাজীর ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।
ওই শিশুটি বলেন, “প্রতিদিনের মতো শনিবার বিকালে স্যারের কাছে প্রাইভেট পড়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এসময় ছাব্বির আমার মুখ চেপে ধরে এবং গলায় চাকু ধরে বলে, আমি যেদিক নিয়ে যাবো সেদিকে যাবি, ডাক চিৎকার দিলে গলা কেটে ফেলনো। পরে রাস্তার পাশের পরিত্যক্ত ভিটায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।”
ওই শিশুর বাবা বলেন, আমার মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যাই। পরে হাসপাতালে ভর্তি করেছি। অভিযুক্ত ছাব্বির গাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, বর্তমানে ওই শিশু আগের চেয়ে কিছুটা সুস্থ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ভুক্তভোগী পরিবার প্রথমে থানায় অভিযোগ দিয়েছে। এবিষয়ে মঙ্গলবার একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এএইচ
আরও পড়ুন