ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নানা আয়োজনে কুমিল্লা মুক্ত দিবস পালিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫১, ৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আজ ঐতিহাসিক কুমিল্লা মুক্ত দিবস।  ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানী হানাদার মুক্ত হয় মহান মুক্তিযুদ্ধের অন্যতম রণাঙ্গন কুমিল্লা। দিবসটি উপলক্ষ্যে জেলা ও স্থানীয় প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় কুমিল্লা টাউনহল মাঠে পতাকা উত্তলন শেষে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

র‌্যালি শেষে নগর উদ্যানে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, কুসিক মেয়র আরফানুল হক রিফাত, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুল, নারী নেত্রী পাঁপড়ি বসু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীসহ সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ। 

এছাড়া দিবসটি ঘিরে কুমিল্লায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে কুমিল্লার সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো।

জানা যায়, ইতিহাসের এদিনে বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান মরহুম জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা ও কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমদ আলী স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি