ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশাল মুক্ত দিবস পালিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯, ৮ ডিসেম্বর ২০২২

আজ ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচি পালন করেছে প্রশাসনসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মুক্তিযোদ্ধাদের নির্যাতন কেন্দ্র সিটি কর্পোরেশনের নির্মিত বদ্ধভূমি ’৭১ এ প্রথমে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

পরে বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জাহাঙ্গির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সাদিকুল আরেফিন, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, ডিআইজি আখতারুজ্জামান, মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গির হোসেন ও জেলা সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুসসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি