ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে টাকা পাচার, আটক ৯

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ৮ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৪:৫৭, ৮ ডিসেম্বর ২০২২

অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে হাজার কোটি টাকা পাচার চক্রের ৯ সদস্যকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসির মৃধা নামের এক জুয়ারিকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কমিশনার আরও জানান, ফুটবল ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এসব জুয়ারিরা অনলাইনে জুয়ায় লিপ্ত হয়ে সারাদেশে ১৫শ’ মাস্টার মাইন্ডের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে দেশের টাকা বিদেশে পাচার করে আসছে।

আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী গত এক মাসে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছে। মূল হোতারা দেশের বাইরে অবস্থান করায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে তাদেরকেও আইনের আওতায় আনতে কাজ করছে বলে জানায় পুলিশ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি