ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে শীতবস্ত্র বিতরণ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ৮ ডিসেম্বর ২০২২

মেহেরপুরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বহুমুখী মানব কল্যাণ সংস্থা নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। 

বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংগঠনটির সভাপতি নুরুল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক আহম্মেদ পিপুল, পৌর প্যানেল মেয়র মাহাফুজুর রহমান রিটন। 

অনুষ্ঠানে ৫শ’ হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের প্রথম দিকে কম্বল পেয়ে খুশি তারা।

বক্তারা বলেন, হতদরিদ্রদের মাঝে শুধু শীতবস্ত্র বিতরণ নয়, অসহায় শিক্ষার্থীদের মাঝে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া হচ্ছে কম্পিউটর ও ড্রাইভিং প্রশিক্ষণও। 

এতে করে তারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি