ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

গাজীপুরে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ৮ ডিসেম্বর ২০২২

গাজীপুরের শ্রীপুরে কেওয়া নতুন বাজার এলাকায় একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এস.বি.এস টেক্সটাইল মিলস নামের কারখানার তুলার গুদামের এ আগুন লাগে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর, কাপাশিয়া ও ভালুকা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও তেমন কোনো তথ্য জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ৩টি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি, কাপাসিয়া ও ভালুকা ফায়ার সার্ভিসের ১টি করে মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।

আগুনের পরিস্থিতি দেখতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি