ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শেরপুরে মা ছেলে খুন, আটক ৩

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৯, ৮ ডিসেম্বর ২০২২

শেরপুর শহরের শিংপাড়া মহল্লায় নিখোঁজের ৪দিন পর মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মাসেকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। 

জানা যায়, শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকার মাসেক মিয়া তার স্ত্রী, মা ও দুই সন্তানসহ জেলা শহরের সিংপাড়া মহল্লার বাসেদ মিয়ার বাসায় ভাড়া থাকতো। গত চার দিন আগে ৪ ডিসেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিলো মাসেকের স্ত্রী রোকসানা ও বড় ছেলে রাফিত। এ ঘটনায় শেরপুর সদর থানায় ৭ ডিসেম্বর একটি জিডি করা হলে বৃহস্পতিবার ৮ ডিসেম্বর দুপুরে পুলিশ ওই বাসার লেট্রিনের ট্যাংকি থেকে মা ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

পরে অভিযান চালিয়ে ঘাতক স্বামী মাসেক, শাশুড়ী ও অপর একজনসহ তিনজনকে আটক করেছে। 

পুলিশ জানায়, মাদকের নেশার টাকা নিয়ে ঝগড়ার ফলেই এ হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিচার দাবি স্থানীয়দের। 

পুলিশ বিষয়টি গুরুত্বসহ দেখবেন বলে জানান শেরপুর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নান মিয়া।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি