ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সহকারি কমিশনার পদে ৭০ কর্মকর্তা নিয়োগ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪০, ৮ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২১:৪৫, ৮ ডিসেম্বর ২০২২

সহকারী কমিশনার (এসি) পদমর্যাদায় ৭০ জনকে রাজস্ব বিভাগে নিয়োগ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।

নবযোগদানকৃতরা ৪০তম বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের শিক্ষানবীস কর্মকর্তা। তাদেরকে বেনাপোল, চট্রগ্রাম ও মংলা কাস্টমস হাউজ ও বিভিন্ন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে যোগদানের আদেশ দিয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (শূল্ক ও ভ্যাট প্রশাসন-১ শাখা) শেখ মেজবাহ-উল-সাবেরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।

এর আগে গত ৬ ডিসেম্বর অপর এক আদেশে ১১৯ জন রাজস্ব কর্মকর্তাকে দেশের বিভিন্ন কাস্টমস হাউজ এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি