ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রংপুর সিটি নির্বাচন: মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৮, ৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

শুক্রবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং অফিসার যুগ্ম সচিব আবদুল বাতেন প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দের কাগজ তুলে দেন।

আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির প্রার্থী সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাসদ প্রার্থী শফিয়ার রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়ালসহ ৯ মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

রিটার্নিং অফিসার সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার চালানোর অনুরোধ জানান।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে প্রার্থী হওয়ায় মহানগর আওয়ামী লীগ নেতা লতিফুর রহমানকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানানো হয়। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি