ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারে জয়িতা পুরস্কার পেলেন ৫ নারী

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৬, ৯ ডিসেম্বর ২০২২

মৌলভীবাজারে নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়ানো বীরাঙ্গনা শিলাগুহ পেলেন জেলার শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার। শিক্ষা কেটাগরিতে পান জাহেদা শরমিন জুলি, সমাজসেবায় রীনা রানী সরকার, অর্থনৈতিকভাবে সফলতায় পান জেসমিনা হোসেন জুঁই ও সফল জননী পুরস্কার পান শারমীন জাহান।

শুক্রবার বিকেল ৫টায় জেলা শ্রীমঙ্গল উপজেলা পরিষদ কনফারেন্স হলে বেগম রোকেয়া দিবসে তার হাতে এ সম্মাননা তুলে দেন অতিথিরা।

এদের মধ্যে জেলা পর্যায়েও শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন বীরাঙ্গনা শিলাগুহ ও রীনা সরকার।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। এ সময় আরো বক্তব্যদেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সায়েদা আক্তার।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি