ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৪, ৯ ডিসেম্বর ২০২২

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এরা হলো জেলার কামারখন্দ থানার বারাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ খান বাবুল (৫০) ও কড্ডা কৃষ্ণপুর গ্রামের মৃত শাহজামাল শেখের ছেলে নিজাম শেখ (৩২)।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪১৮ পিচ ইয়াবা। 

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সদর থানার কড্ডা কৃষ্ণপুর গ্রামের শিশু মেলা বিদ্যা নিকেতন এন্ড হাইস্কুল এর সামনে রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। তখন উল্লেখিত ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। 

পরে আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সদর থানায় হস্থান্তর করা হয়েছে বলে র্যাব ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার-আবুল হাশেম সবুজ জানান।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি