ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৬, ১০ ডিসেম্বর ২০২২ | আপডেট: ০৯:১০, ১০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ কামরুজ্জামান রুবেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিন দিন আগে জন্ম নেওয়া সন্তান ও স্ত্রীকে দেখে হাসপাতাল থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন রুবেল। 

শুক্রবার দুপুরের দিকে রাজশাহীর খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ কামরুজ্জামান রুবেল (৩২)। তিনি নগরীর উপকণ্ঠ কাটাখালীর মাসকাটাদীঘির মৃত কালাম ইসলামের ছেলে। 

মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, শুক্রবার দুপুরের দিকে খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যায়। 

পরে পুলিশ রুবেলের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি জানান, গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুবেলের স্ত্রী সন্তান জন্ম দেয়। রুবেল হাসপাতাল থেকে খড়খড়ি বাইপাস হয়ে বামনশিকড় গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দুর্ঘটনার শিকার হন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি