ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল স্বাভাবিক, নেই দূরপাল্লার বাস

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৫, ১০ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১০:০৯, ১০ ডিসেম্বর ২০২২

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কমেছে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার পরিবহন।

এদিকে নৌযান চলাচল স্বাভা‌বিক থাকায় দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় নেই কোন যানবাহনের সি‌রিয়াল। 

সকাল থে‌কে রাজবাড়ী‌ হ‌তে অভ‌্যন্ত‌রীণ সকল রু‌টে যাত্রীবা‌হী (‌লোকাল) বাস চলাচল কর‌লেও ছে‌ড়ে যে‌তে দেখা যায়নি দূরপাল্লার কোন বাস। তাছাড়া অন‌্যান‌্য দিনের তুলনায় ঢাকাগামী যাত্রীর চাপ তেমন দেখা যায়‌নি।

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত ফেরি রয়েছে। ফলে ঘাটে এসে কোন যানবাহনের ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে না। এছাড়া স্বাভাবিক রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচলও।

রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান জানান, রাজবাড়ী থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের চেয়ে আজ যাত্রী সংখ্যা অনেক কম।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি