ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ঢাকামুখী লোকাল বাসও

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ১০ ডিসেম্বর ২০২২

বিএনপির ঢাকার মহাসমাবেশকে ঘিরে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে কোন দূরপাল্লার যানবাহন দেখা যাচ্ছে না। ঘুরিয়ে দেওয়া হচ্ছে ঢাকামুখি লোকাল বাসও। 

শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই মহাসড়ক অনেকটাই ফাঁকা।

তবে চন্দ্রার পরে উত্তরবঙ্গগামী দূরপাল্লার কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। 

মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশের টহল ও তল্লাশি করতে দেখা গেছে। এসব স্থানে ঢাকামুখী লোকাল বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 

এতে যারা নানা প্রয়োজনে গন্তব্যের উদ্দেশ্যে বের হয়েছেন তারা পড়ছেন নানারকম দুর্ভোগে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি