ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারি, ঘরবাড়ি ভাংচুর

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪২, ১০ ডিসেম্বর ২০২২

রাজশাহীতে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে মারামারির পর বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। 

শুক্রবার রাত ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে রাজপাড়া থানার নতুন বিলশিমলার বন্ধ গেট এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। 

ওই এলাকার আবদুল কুদ্দুসের বাড়িতে হামলার সময় রিফাত ও রায়হান নামে দুজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।  

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘ব্রাজিল হারার পর আর্জেন্টিনা সমর্থকরা উল্লাস করে। এ সময় ব্রাজিল সমর্থকক আবদুল কুদ্দুসের সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের দ্বন্দ্ব হয়। এর জের ধরে আর্জেন্টিনা সমর্থকরা আবদুল কুদ্দুসের বাড়িতে হামলা চালায়। 

এ ঘটনায় আবদুল কুদ্দুস বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি