ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাকের ধাক্কায় যুবক নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৪, ১১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিক্সার যাত্রী পিন্টু মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) রাতে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ঈদগাঁ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পিন্টু মোল্লা শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার আনছার মোল্লার ছেলে।

নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, একটি সিএনজি অটোরিক্সা বাগআঁচড়ার দিকে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা যশোরমুখি একটি ট্রাক  অটোরিক্সাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

এ সময় সিএনজিতে থাকা যাত্রী পিন্টু মোল্লা ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর অটোরিক্সার চালকও আহত হন। 

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটকে অভিযান চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি