ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সাত বছর পর আজ চুয়াডাঙ্গায় আ.লীগের সম্মেলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫২, ১২ ডিসেম্বর ২০২২

সম্মেলন উপলক্ষে টাউন ফুটবল মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ

সম্মেলন উপলক্ষে টাউন ফুটবল মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ

সাত বছর পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আজ। জেলা শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠেয় এ সম্মেলনে অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর উদ্যোগ নিয়েছে দলটি। 

আজ সোমবার টাউন ফুটবল মাঠে এই সম্মেলনের সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই নৌকার আদলে বিশালাকৃতির মঞ্চ ও প্যান্ডেল বানানোর কাজ শেষ হয়েছে।

সম্মেলনের বিষয়ে কথা হয় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সঙ্গে। তিনি বলেন, চুয়াডাঙ্গার ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, সুন্দর ও জাঁকজমকপূর্ণ সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই সম্মেলনে ২১৮ জন কাউন্সিলর ও ৪০ হাজার ডেলিগেটের কার্ড বিতরণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দল ও সমমনা সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলে অর্ধলক্ষাধিক লোকের সমাগম ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সবার জন্য আপ্যায়নের সুব্যবস্থা করা হয়েছে।

সম্মেলন ঘিরে নতুন সাজে সেজেছে জেলা শহর চুয়াডাঙ্গা। অতিথিদের স্বাগত জানিয়ে পদপ্রত্যাশীদের ও নেতা-কর্মীদের ছবিসহ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে জেলা শহর ও আশপাশের এলাকা। তৈরি করা হয়েছে অর্ধশতাধিক তোরণ। 

আলোকসজ্জার বর্ণিল সাজে সেজেছে জেলা আওয়ামী লীগের কার্যালয়।

দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বর্তমান সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের নাম আলোচনায় আছে। 

অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের পাশাপাশি বর্তমান সহ-সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগার এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হান্নানের নাম জোরেশোরে শোনা যাচ্ছে।

সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। 

যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান বক্তা এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম, পারভীন জামান, গ্লোরিয়া সরকারের সমাবেশে বক্তব্য দেওয়ার কথা আছে।

প্রসঙ্গত ২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন হয়েছিল। কাউন্সিলে সোলায়মান হক জোয়ার্দ্দারকে সভাপতি ও আজাদুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছিল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি