কুমিল্লায় নান্দনিক ডিজাইনের পানি ভবন উদ্বোধন
প্রকাশিত : ১৪:৩৩, ১২ ডিসেম্বর ২০২২
কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টিনন্দন ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার নান্দনিক ডিজাইনের ভবটির উদ্বোধন করেন।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবদুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আসফাকুজ্জামান।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখনও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি থামিয়ে দেয়া হয়েছিল। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারও এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার কাজ করছে। মেগা প্রকল্পের কাজগুলো সম্পন্ন হলে স্বপ্নের সোনার বাংলার সুফল সকল নাগরিকেরা ভোগ করবেন। শেখ হাসিনার পক্ষে সকলকে অকুন্ঠ সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে কুমিল্লার রাজনৈতিক, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন