ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ১৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ০৮:৩৩, ১৩ ডিসেম্বর ২০২২

টাঙ্গাইল জেলার ঘাটাইলে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে ট্রাকচাপায় ২ জন নিহত হয়েছেন। অপর বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। তারা সবাই দশম শ্রেণীর ছাত্র।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)। মোটরসাইকেলে থাকা সিয়াম (১৮) নামে আরও এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছেন।

ঘাটাইল থানার (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, সাবিক হাসানসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বেড়াতে যায়। বেড়ানো শেষ করে ঘাটাইলে আসার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে সাবিক হাসান ও সুমন মিয়া মারা যান। সিয়ামকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত ও নিহতরা সবাই ঘাটাইল সরকারি গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুই স্কুলছাত্রের অকাল মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বহু লোকজন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভিড় জমায়।

নিহত দুই স্কুলছাত্র পিতা-মাতার একমাত্র সন্তান বলে জানা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি