ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে দু’দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১, ১৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১০:৩২, ১৩ ডিসেম্বর ২০২২

ঠাকুরগাওঁয়ে সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির দুই দিনব্যাপী ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

শহরের ইএসডিও অডিটোরিয়ামে সোমবার এ কনভেনশন ও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন  করেন জেলার রাণীশংকৈলের বীরঙ্গনা সীতা হেমব্রম। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। গেস্ট অব অনার ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহাম্মদ শহীদ উজ জামান। 

পরে সমতলের ক্ষুদ্র নৃতাাত্ত্বিক জনগোষ্ঠীর বিদ্যমান সংকট ও উত্তরণের পন্থা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রুবায়েত ফেরদৌস। 

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষাবিদ ও সাবেক অধ্যাপক প্রফেসর শফি আহমেদের সঞ্চালনায় এ বিষয়ের উপর আলোচনা করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ড. তুহিন ওয়াদুদ, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান জুয়েল আহমেদ সরকার। 

এরপর উত্তরবঙ্গের কৃষক বিদ্রোহ ও প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সমাজ গবেষক ও সাবেক অতিরিক্ত সচিব কালী রঞ্জন বর্মন। 

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় বিষয়ের উপর আলোকপাত করেন  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ওয়ারদাতুল আকমাম ও দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসান জামিল। 

অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে দিয়ে ক্রেস্ট প্রদান করা হয়।

বিকালে সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন সংগ্রামের গল্প বিষয়ক তৃণমূল সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে আলোচক ছিলেন নারগুন কহরপাড়া ভিডিসির সভানেত্রী আরতি মার্ডি, পীরগঞ্জ বৈরচুনা গিলাবাড়ি ভিডিসি’র সভানেত্রী সরলা মুর্মু, রাণীশংকৈল হোসেনগাঁও রাউতনগর ভিডিসি’র সভাপতি সিংরাই সরেন।

উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার রয়েছে সমতলের ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠি সাঁওতাল, ওঁড়াও, পাহান, মশহর, ভুনজার সম্প্রদায়ের সমন্বয়ে আদিবাসী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা এবং সম্মাননা প্রদান। 

বেসরকারি উন্নয়ন সংস্থা হেকস্ ইপারের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও এই উৎসবের আয়োজন করে। 

উৎসবে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ১০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, ছাত্র-যুব ক্লাব এবং সামাজিক সংগঠন, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও এনজিও, গণমাধ্যম প্রতিনিধি, জেলা ও উপজেলা এ্যাডভোকেসি প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি