বর্ণাঢ্য আয়োজনে কামারখন্দ মুক্ত দিবস পালিত
প্রকাশিত : ১৫:০৭, ১৩ ডিসেম্বর ২০২২
নানা আয়োজনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটিতে দেশীয় নানা রকমের গানে হৈ-হুল্লোড়, নাচানাচি ও উচ্ছ্বাসে মেতে ওঠেন সকলে। এসময় এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সমাবেশ স্কোয়ারে এসে শেষ হয়।
পরে কামারখন্দ উপজেলা মুক্ত দিবস উপলক্ষে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলসহ নানা শ্রেণী পেশার মানুষ।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আলী কবির হায়দার, বীর মুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র দাস, কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।
এএইচ
আরও পড়ুন