ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে আর্জেন্টাইন সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২০, ১৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৫:২২, ১৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের আর্জেন্টিনার সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। আর্জেন্টাইন ফ্যানদের প্রত্যাশা সেমিফাইনাল জিতে ফাইনালে উঠবে তাদের প্রিয় দলটি।

মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সুবলপাড় বাজার হতে শোভাযাত্রাটি বের হয়ে কচাকাটা, মাদারগঞ্জ, সোনাহাট স্থলবন্দর এবং ভূরুঙ্গামারী সড়কের কয়েক কিলোমিটার প্রদক্ষিণ শেষে পুনরায় সুবলপাড় এসে শেষ হয়। 

এসময় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে চার শতাধিক সমর্থক শোভাযাত্রায় অংশ নেন। শোভা যাত্রা চলার সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা হাত নাড়িয়ে এবং আর্জেন্টাইন পতাকা উঁচিয়ে অভিবাদন জানান। 

শোভাযাত্রার আয়োজক কমিটির আহবায়ক আমিনুল ইসলাম তোহা জানান, আজ রাতে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ। এ উপলক্ষে আর্জেন্টাইন ফ্যান এবং সমর্থকদের উজ্জীবিত করতে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। 

প্রত্যাশা করছি, আর্জেন্টিনা সেমিতে জিতবে এবং ফাইনালে জিতে শিরোপা নিবে বলেন এই আর্জেন্টাইন সমর্থক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি