ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের কাপড় বিদেশে রপ্তানি হচ্ছে: গোলাম দস্তগীর

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৫, ১৩ ডিসেম্বর ২০২২

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সরকার। আর এই দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সরকারি পর্যায়ে আধুনিক প্রযুক্তি নির্ভর তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর সাহেপ্রতাপে তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সিটিউটে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিএসসি ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাইরে থেকে আমদানি করার বদলে বর্তমানে বাংলাদেশ কাপড় তৈরি করে বিদেশে রপ্তানি করছে। যার ফলে বৈদেশিক মুদ্রার আয় বাড়ছে। বৈদেশিক মুদ্রা আরও বাড়ানোর জন্য এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ। 

এসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

তাঁত বোর্ডের চেয়ারম্যান ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরো, সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নূসরাত বুবলী, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি