ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৮, ১৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৬:৩১, ১৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করেছে বেসরকারী সংস্থা আশা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের নিকট এসব কম্বল হস্তান্তর করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন আশার কুড়িগ্রামের সিনিয়র ম্যানেজার মো. রফিকুল ইসলাম, অডিট ম্যানেজার মো. আবুবক্কর সিদ্দিক, রাজারহাট অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মাহফুজ আলম, কুড়িগ্রাম সদরের সুরেশ চন্দ্র সরকারসহ কুড়িগ্রাম সদর-১, সদর-২ ও ত্রিমোহনী ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজারসহ অন্যান্য ব্রাঞ্চের ম্যানেজারগণ।

প্রতি বছরের ন্যায় এ বছরও জেলা প্রশাসনের মাধ্যমে এ জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের লক্ষে এসব শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে বলে জানায় বেসরকারূী সংস্থা আশার কর্মকর্তারা।

আশার পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার সিনিয়র ম্যানেজার মো. রফিকুল ইসলাম জানান, আশার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় কুড়িগ্রামের অসহায় মানুষের জন্য আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি