ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ১৪ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

বুধবার বেলা ১০টার দিকে ভেড়ামারা-আল্লাহর দর্গা সড়কের বাঁকাপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) ও একই এলাকার তুষ্ট খাঁর ছেলে মজনু আলী (৫৫)। এ ঘটনায় মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনিসহ দুজন যাত্রী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি