ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

স্কুলে গিয়ে বাড়ি ফেরা হলো না ফাবিহার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪, ১৫ ডিসেম্বর ২০২২

বিজয় দিবস উপলক্ষে স্কুলে স্কাউটের প্রস্তুতি অনুষ্ঠানে যাওয়ার সময় ছোট বোন ফাবিহাকে নিয়ে যান ফাতেহা। তবে ফেরার সময় ফাতেহার দেরি হয়ে যাওয়ায় একটি বাসে তুলে দেন বোনকে। বাসে করে নিরাপদে গন্তব্যে পৌঁছালেও রাস্তা পার হতে গেলে প্রাইভেটকারের ধাক্কায় মৃত্যু হয় ফাবিহার। 

প্রাইভেটকারের ধাক্কায় ১৫ থেকে ২০ হাত দূরে গিয়ে ছিটকে পড়ে ফাবিহার দেহ। একটু আগেই যে মেয়েটির চোখে-মুখে ছিল সোনালি স্বপ্ন মুহূর্তেই নিভে যায় জীবনপ্রদীপ।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম বড়তাকিয়া পোলমোগরা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয় ফায়জাতুন নুর ফাবিহা (৯) নামে এক স্কুলছাত্রী।

নিহত ফাবিহা উপজেলার সাহেরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুরুল করিম দুলালের মেয়ে। সে নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। ফাবিহা পশ্চিম পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জিয়া বলেন, “বুধবার দুপুরে চট্টগ্রাম শহর থেকে সিডিএম বাসে করে আসছিলাম। প্রাইভেটকারটি আমাদের সামনে ছিল। মেয়েটি রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খেয়ে ১৫ থেকে ২০ হাত দূরে গিয়ে পড়ে মাথায় আঘাত পায়। আমরা কয়েক জন তাকে হাসপাতালে নিতে চাইলে দেখি সে মারা গেছে।” 

পরে স্থানীয় লোকজনসহ তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ফাবিহার বড় বোন ফাতেহা বলেন, “মিরসরাই পৌরসদরের মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে আমি ফাবিহাকে নিয়ে যাই। আমার আসতে দেরি হবে বলে বোনকে একটি সেইফলাইন বাসে তুলে দেই। পরে খবর পাই রাস্তা পার হওয়ার সময় আমার ছোট বোন প্রাইভেটকারের ধাক্কায় মারা গেছে।”

পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল গনি বলেন, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা সাড়ে ১২টায় স্কুল ছুটি দিয়ে দেই। পরে শুনি ফাবিয়া দুর্ঘটনার শিকার হয়েছেন। তার বড় বোনের সঙ্গে স্কাউট দেখতে মিরসরাই গিয়ে সেখান থেকে আসার সময় রাস্তা পার হতে গেলে গাড়ির ধাক্কায় নিহত হয় সে। 

তিনি আরও বলেন, ফাবিহা খুব ভালো ছাত্রী ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।

এদিকে সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহত শিক্ষার্থীর মা-বোন। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারের চালককে ধরে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. শাহাদাত বলেন, প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্রী নিহতের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মিরসরাই অংশে একের পর এক ঘটে যাচ্ছে সড়ক দুর্ঘটনা। এতে প্রতিনিয়ত ঝরছে তাজা প্রাণ। সর্বশেষ গত ২৬ নভেম্বর দাঁড়িয়ে থাকা পিকআপের পিছনে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে। 

এর আগে সেপ্টেম্বরেও কাভার্ডভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যুর শিকার হন ৪ জন। এছাড়া বিভিন্ন সময় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি