ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাইবান্ধায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ১৫ ডিসেম্বর ২০২২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চার যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চারজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকালে গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস। এতে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে চার যাত্রী নিহত হন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি