ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

পিকনিকের বাজার আনতে যাওয়া কৃষকের মরদেহ মিললো আলু ক্ষেতে

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১০:১২, ১৫ ডিসেম্বর ২০২২

নওগাঁয় জালাল উদ্দীন (৫৫) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে একটি আলু ক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বুধবার নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের পাশে সদর উপজেলার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দীন বগুড়ার আদমদীঘি উপজেলা সান্তাহার ইউনিয়নের দমদমা উত্তরপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে। 

পিকনিকের বাজার করার কথা বলে মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। 

কৃষক জালাল উদ্দীনের ঘনিষ্ট বন্ধু গোলাম মুর্তজা নয়ন বলেন, রাতে র্আজেন্টিানার খেলা আছে পিকনিক করার আয়োজন চলছিল। পিকনিকের বাজার আনার জন্য মঙ্গলবার বিকেলে জালাল উদ্দীন সান্তাহার রাধাকান্ত হাটে যায়। পরে অনেক রাত পর্যন্ত তিনি আর বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তার সন্ধান করে। কিন্তু রাতে তাকে কোথাও পাওয়া যায়নি। 

পরের দিন সকালে জালাল উদ্দীনের মরদেহ গাবতলী এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন নওগাঁ সদর মডেল থানার পুলিশকে সংবাদ দেয়। 

এসময় মরদেহের পাশে তার ব্যবহৃত বাইসাইকেল ও ব্যাগভর্তি বাজার পড়েছিল। পরে দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। 

নিহতের বড় ভাই আফজাল হোসেন বলেন, তার ভাই অত্যন্ত সাদামাটা স্বভাবের মানুষ ছিলেন। কারা তাকে এরকম নির্মম খুন করেছে এর কোন কারণ খুঁজে পাচ্ছি না। পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, বুধবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়রা আলু ক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মরদেহের মুখ থেঁতলানো এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি