ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ১৫ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যশোর জেলার মণিরামপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। 

বুধবার রাত ১০টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মণিরামপুর উপজেলার মাছনা গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২০) ও মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৭)। 

খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। 

মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, রাতে দুই যুবক একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জ এলাকা থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে আঘাত লাগে। 

এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি