টেকনাফে ডাম্পারের ধাক্কায় সিএনজি যাত্রীর মৃত্যু
প্রকাশিত : ১৭:৪১, ১৫ ডিসেম্বর ২০২২
কক্সবাজারের টেকনাফ মহাসড়কে ডাম্পারের ধাক্কায় সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইকবাল (৫০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং নয়াপাড়া মাস্টার আব্দুল বারীর ছেলে।
এসময় ঘাতক ডাম্পার গাড়ির চালক নুরুল বশর (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার চালক চকরিয়ার ফাঁসিয়াখালী মৃত ইউসুফের ছেলে।
নিহত মো. ইকবালের ভাই আব্দুল গাফ্ফার জানান, টেকনাফগামী একটি ডাম্পার গাড়ি দ্রুত গতিতে যাওয়ার সময় অপরদিক থেকে আসা সিএনজি গাড়িকে ধাক্কা দেয়। সিএনজির ভিতরে থাকা তার ভাই মো. ইকবালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, হোয়াইক্যং কাঞ্জরপাড়ায় ডাম্পারের ধাক্কায় পা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হওয়া সিএনজি'র যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘাতক ডাম্পার (খুলনা মেট্রো-১১-০০১১) ও দুর্ঘটনা কবলিত সিএনজি যার (কক্সবাজার-থ-১১-৪৬০৯) গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ডাম্পার চালককেও আটক করা হয়।
এসি
আরও পড়ুন