ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পঞ্চগড়ে দুই বাসের সংঘর্ষে শিশুসহ ১৫ যাত্রী আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ১৬ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১১:২৫, ১৬ ডিসেম্বর ২০২২

পঞ্চগড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহসড়কের সাড়ে নয় মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের সকলের বাড়ি অমরখানা ও ভজনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অমরখানা ইউনিয়নের সাড়ে নয় মাইল এলাকায় তেঁতুলিয়াগামী একটি বাসের সঙ্গে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ দুই বাসের অন্তত ১৫ আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

সিভিল সার্জন ডা. রফিকুল হাসান বলেন, আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি