ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে কক্সবাজারে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ১৬ ডিসেম্বর ২০২২

মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের উদ্যোগে অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শুক্রবার বেলা ১২টায় বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নাজম-উস সাকিব।

এসময়ে তিনি বলেন, জাতির পিতার সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নে দেশের সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধের পাশাপাশি দেশের যে কোন দূর্যোগকালে সাধারণের পাশে রয়েছে বিজিবি। তারই অংশ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে সাড়ে ৪ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীসহ বিজিবির উচ্চপদস্থ  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি