ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ১৬ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৫:৪৭, ১৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গা জেলায় শৈত প্রবাহের সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস জানিয়েছে। 

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসের ইনচার্জ রকিবুল হাসান জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়। কয়েকদিন আগে থেকেই চুয়াডাঙ্গায় ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। 

শৈত প্রবাহের সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এ আবহাওয়ার এই অবস্থা কয়েক দিন চলবে বলে জানান এই কর্মকর্তা।

শুক্রবার ভোরে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শৈত্যপ্রবাহের কারণে কমেনি শীতের দাপট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি