ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ফ্ল্যাটে আগুন লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৪, ১৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়ীতে বহুতল ভবনের নীচতলায় আগুনে লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। পরে তাদের মৃতদেহ উদ্ধার করেছে মর্গে পাঠিয়েছে পুলিশ। 

শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মহানগরের কোনাবাড়ি থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আশরাফ উদ্দিন।

নিহতরা হলেন আবু শফিয়ান রহমান ও তার স্ত্রী নাসরিন আক্তার। তাদের উভয়ের বাড়ি নীলফামারী জেলার ডিমলায়।

ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি জানান, কোনাবাড়ি থানার জরুন সিকদারপাড়া এলাকার শুকুর শিকদারের ৬ তলা বহুতল ভবনের নিচ তলায় ভাড়া থাকেন ওই দম্পতি। বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী শনিবার নিচ তলার ফ্ল্যাটে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টীলের দরজা শাবল দিয়ে ভেঙ্গে খাটের উপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামী মরদেহ উদ্ধার করা হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি