ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে, নিহত ২
প্রকাশিত : ১০:৩১, ১৭ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১১:৫৯, ১৭ ডিসেম্বর ২০২২
ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এতে বাসে থাকা আরও ২৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রতীক সিরামিকের একটি বাস সকালে শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “দুইজনের মরদেহ আমরা পেয়েছি। তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
এসএ/
আরও পড়ুন