ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে সাংবাদিকের মৃত্যু, ওবায়দুল কাদেরের শোক 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৪, ১৭ ডিসেম্বর ২০২২

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ার (৬৩) একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকাল ৪.১৫ মিনিটে সাংবাদিক আনোয়ারুল হক মারা যান। এসময়ে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

শোকবার্তায় মন্ত্রী প্রয়াত আনোয়ারুল হকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 

মরহুমের মৃত্যুতে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান শোক প্রকাশ করেছেন। 

শনিবার সকাল ৯টায় নোয়াখালী প্রেসক্লাবে প্রথম জানাজা এবং বেলা ১১টা নিজগ্রাম নোয়াখালী পৌরসভার বদরীপুর আবদুল লতিফ কন্ট্রাক্টর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

তার মৃত্যুতে বৃহত্তর নোয়াখালীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি