ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৪, ১৭ ডিসেম্বর ২০২২

নওগাঁয় মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্সে এই সংবর্ধনা দেয় নওগাঁ জেলা পুলিশ। এসময় প্রধান অতিথি এবং সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, যেই বীর সন্তানদের সাহসিকতায় আমরা বাংলাদেশ পেয়েছি। এদের মধ্যে অনেকেই পুলিশ বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজকের এই আয়োজনে অনেক পুলিশ মুক্তিযোদ্ধা আমাদের মাঝে বেঁচে নেই। আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 

তিনি আরও বলেন, যারা এখনও বেঁচে আছেন তাদের অনুপ্রেরণায় আমাদের সামনের পথ চলা। বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই আয়োজন করতে পেরে আমরা আমরা গর্বিত।

উক্ত অনুষ্ঠানে ৪৪ জন পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং উপহার তুলে দেন পুলিশ সুপার রাশেদুল হক। মৃত মুক্তিযোদ্ধাদের পক্ষে উপহার গ্রহণ করেন তাদের পরিবার। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি