ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৮, ১৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কুয়াকাটা লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝিলিক নামে একটি অখ্যাত আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। 

শনিবার দুপুরে মহিপুর থানা পুলিশ খবর পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। এসময় সঙ্গে থাকা যুবককে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

মহিপুর থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর পরিচয়ে এক যুবকের সাথে ওই নারী আবাসিক হোটেল ঝিলিক’র ২০৪ নং কক্ষে ওঠেন। শনিবার সকাল থেকে কক্ষের দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে জানালা থেকে ওই নারীর লাশ ঝুলে থাকতে দেখেন। হোটেলের সংরক্ষিত রেজিস্টারে সুজন, পিতা রফেজ সিকদার, মাতা আমেনা বেগম, বাউফল, পটুয়াখালী এবং স্ত্রী হিসেবে অজান্তা বেগম নাম লেখা রয়েছে। 

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, লাশের পোস্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছেনা। এছাড়া হোটেল রেজিস্টারে উল্লেখ করা নাম পরিচয় নিয়েও সন্দেহ রয়েছে। ওই কক্ষ থেকে একটি স্মার্ট ফোন জব্দ করে তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি