ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টানা তিন দিন ধরে দেশের সর্বনিন্ম তাপমাত্রা চুয়াডাঙ্গায় 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৯, ১৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

টানা তিন দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই জেলার সর্বত্র শৈত্য প্রবাহের সঙ্গে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। শনিবার (১৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ। এ মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও শুক্রবার (১৬ ডিসেম্বর) ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসের ইনচার্জ রকিবুল হাসান জানান, এ জেলায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কয়েকদিন আগে থেকেই চুয়াডাঙ্গায় ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। শৈত্য প্রবাহের কারনে সঙ্গে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। এ আবহাওয়া কয়েক অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, শৈত্য প্রবাহের কারণে চুয়াডাঙ্গার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় হতদরিদ্র মানুষ শীতে নিদারুন কষ্টে দিন কাটাচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। দিন মজুররা কাজ পাচ্ছে না। কাজের সন্ধানে এসে তারা অপেক্ষার পালা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছে। হঠাৎ করে শীতের প্রকপে অপ্রস্থুত হয়ে গেছে এ জেলার মানুষ।
    
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান জানান, এ জেলার হতদরিদ্র মানুষের শীত নিবারণের জন্য প্রায় ২১ হাজার কম্বল বিতরণ করা হবে। এই কম্বলগুলো উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি