ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় গ্যাস লাইনে আগুন লেগে মা-মেয়ে দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৫, ১৮ ডিসেম্বর ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন। 

শনিবার দিবাগত রাত আড়াইটায় লালপুর আল আমিনবাগ এলাকায় ভাড়া বাসায় এঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন মা নার্গিস আক্তার ও মেয়ে মরিয়ম আক্তার। তাদের দুজনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের প্রতিবেশী সুলতান মিয়া বলেন, ওই বাসায় চারটা রুমে কয়েকটা পরিবার থাকে। বাসায় ঠিকমত গ্যাস থাকে না। রাতে কেউ গ্যাসের চুলা চালু করে রেখে ছিলেন। সেখান থেকে গ্যাসের লাইন লিকেজ হয়ে মনিরের ঘরে আগুন ধরে যায়। এতে তার স্ত্রী ও মেয়ে দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, আগুনের ঘটনায় মা নার্গিস ও মরিয়ম দগ্ধ হয়েছেন। তাদের দুজনকেই আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি