বরিশালে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
প্রকাশিত : ১৫:২২, ১৮ ডিসেম্বর ২০২২
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার নগরীর পুলিশ লাইনসে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, বীর প্রতীক মহিউদ্দিন মানিক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এস এম ইকবাল।
এসময়ে বরিশাল জেলায় বসবাসরত ৯২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ উপহার স্মারক প্রদান করা হয়েছে।
মুক্তিযুদ্ধকালীন এ সকল পুলিশ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সারা দিয়ে দেশের মানুষের মুক্তির জন্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধে বিশেষ অবদান রাখায় তাদের প্রশংসা করেন অতিথিরা।
এএইচ
আরও পড়ুন