ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে দুই শতাধিক শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৪, ১৮ ডিসেম্বর ২০২২

লক্ষ্মীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ও ২০২২ সালে এ প্লাসপ্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে ম্যারেটি অ্যাওয়ার্ড প্রদান করেছে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা। 

রোববার দুপুরে প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্তি ও সাফল্য উদযাপন উপলক্ষে শহরের সোনার বাংলা হলরুমে শিক্ষার্থীদের হাতে মেরিট অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। 

এসময় উপস্থিত ছিলেন এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান ড. মাওলানা শহিদুল ইসলাম বারাকাতী, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমেদ হেলাল। 

প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিমউদ্দিনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন ও মেরিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, মনোয়ার হোসেন মানিক পাটোয়ারী, মিজানুর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। 

পরে ১০ বছর পূর্তি উপলক্ষে আইডিয়াল দর্পণ নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

উল্লেখ্য, বিগত দশ বছরে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানটি থেকে শতভাগ পাস ও ২০১৯-২০২০ সালে দাখিল বিজ্ঞান বিভাগে শতভাগ  A+  প্লাসসহ চট্রগ্রাম বিভাগের সর্বোচ্চ নম্বর পেয়ে ৪টি ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত হয়েছে ১৬০ জন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি