ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে ১৬ রোহিঙ্গা আটক

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৭, ১৮ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৭:২২, ১৮ ডিসেম্বর ২০২২

কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার সদরে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নারী পুরুষ ও শিশুসহ ১৬ জন রোহিঙ্গা আটক হয়েছে।  কক্সবাজার থেকে ছেড়ে আসা এনা পরিবহন থেকে রোববার সকালে তাদের আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) ক্যশৈনু ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনে মৌলভীবাজার আসার পথে উক্ত এনা গাড়িতে থাকা কিছু যাত্রীদের রোহিঙ্গা হিসেবে সন্দেহ হয়। তিনি বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করলে শ্রীমঙ্গল থানা এসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ এনা পরিবহন থেকে ১৬ জন রোহিঙ্গাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার কুতুপালং এর টেনেস রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়।

আটককৃতদের পুনরায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হচ্ছে বলে জানায় পুলিশ।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি