ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ওভারটেক করতে গিয়ে লরির চাপায় বাইকচালক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ১৯ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১২:৩৩, ১৯ ডিসেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় ওভারটেক করতে গিয়ে লরির নীচে চাপা পড়ে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২ জন। 

আজ সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলা আহরন্দ এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত মোটসাইকেল চালক আনিস (২২) সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের আমীর আলীর ছেলে। 

আহতরা হলেন ঘাটুরা গ্রামের সারাফাত মিয়ার ছেলে বাছির (২৮) ও শহরের পীরবাড়ি এলাকার দুদ মিয়ার ছেলে জুয়েল (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৩ জন আরোহী নিয়ে কুমিল্লামুখী মোটরসাইকেলটি আহরন্দ ব্রীজ থেকে নামার সময় দ্রুত গতিতে একটি সিএনজি চালিত অটোরিক্সাকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা লরির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। তার সঙ্গে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়। 

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠায়। 

চিকিৎসক গুরুতর আহত বাছিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি