ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আর্জেন্টিনার জয় উদযাপনকালে কুমিল্লায় শিশুর মৃত্যু, আহত ২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০২, ১৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর কুমিল্লায় মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল বের করে বেশকিছু যুবক। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় শাওন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পূর্ব বাতাড়ীয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন (১১) খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে খিলা আজিজ উল্লাহ হাইস্কুলের প্রধান শিক্ষক মুনির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে মিছিলে আনন্দ করতে গিয়ে খিলা পূর্ববাতাড়ীয়া ইউটার্নে ঘুরানোর সময় ধাক্কা লেগে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নাথেরপেটুয়া গ্রামের শেখ জসিম উদ্দিনের ছেলে অন্তর ও বরল্লা গ্রামের জিহাদ গুরুতর আহত হন। 

আহতাবস্থায় অন্তরকে প্রথমে কুমিল্লায় ও পরে ঢাকায় পাঠানো হয় এবং জিহাদকে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি