ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে জাতীয় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্যাম্প শুরু 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৩, ১৯ ডিসেম্বর ২০২২

‘টেকসই ভবিষ্যতের লক্ষ্যে যুব নেতৃত্ব’ প্রতিপাদ্যে ১৪তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্যাম্প শুরু হয়েছে। এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৬৮টি ইউনিটের স্বেচ্ছাসেবকসহ ভূটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই ও পাকিস্তানের ১৫শ’ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন।

সোমবার গাজীপুরের মৌচাক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে  তিনদিনব্যাপী এই ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব। 

বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণ করে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। 

এক হাজারেরও বেশি স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে হয় কুচকাওয়াজ। মানবতার শক্তিতে বিশ্বাস রাখতে গ্রহণ করা হয় শপথ। 

বিশ্বব্যাপী রেড ক্রিসেন্ট আন্দোলনকে গতিশীল করতে অংশগ্রহণকারী যুব সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ক্যাম্পে। তরুণ প্রজন্মকে মানবতার সেবায় উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করাই জাতীয় এই ক্যাম্পের উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ এম এ সালাম। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, সোসাইটির মহাসচিব, উপ-মহাসচিব, বিভিন্ন বিভাগের পরিচালকসহ সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

তিনদিনব্যাপী এই ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিত হবে বুধবার। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি