ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০১, ১৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা তালশহর পূর্ব ইউনিয়নের সোনাসার গ্রামে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে সোনাসার সমাজ কল্যাণ ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে দরিদ্র মানুষের ঘরে গিয়ে কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাবেক মেম্বার মোঃ সাহেদ, আবু তালেব, নূরুল ইসলাম, অব্দুল হাই মেম্বার, সংগঠনের সভাপতি মুফতি ইব্রাহিম বিন নূরী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ নাইম মিয়া, প্রচার সম্পদাক আশিক হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সময় মানবতার ডাকে সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়ায় সোনাসার সমাজ কল্যাণ ও প্রবাসী সংগঠন। শীতের তীব্রতা বাড়তে থাকায় সোনসার গ্রামের দরদ্রিরা কষ্ট করছিলেন। তাদের এই কষ্ট লাঘবে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বলসহ নানা ধরণের শীতের পোশাক দেয়া হয়েছে। 

সমাজের বিত্তবানরা যদি এসব অসহায়দের পাশ দাঁড়ায় তাহলে তাদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন বিশিষ্টজন। 

তাদের এই মহতি কার্যকম আগামীতে আব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি